পর্যটকদের বাড়তি সুবিধার জন্য তাজমহলের টিকিট কাউন্টার খুলবে সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে
নয়াদিল্লি: তাজমহল দর্শনে ইচ্ছুক পর্যটকদের সুবিধার্থে উদ্যোগ কেন্দ্রের। টিকিটের দীর্ঘ লাইনকে সামাল দিতে এবার থেকে সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে থেকেই খুলে যাবে টিকিট কাউন্টার। ফলে, গেট খোলার আগে থেকেই হাতে টিকিট পেয়ে যাবেন দর্শনার্থীরা।
গত ২৫ জানুয়ারি জারি করা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, টিকিট কাউন্টার সূর্যোদয়ের ৩০ মিনিট আগে খোলা হতো। এবার তার সময়সীমা আরও ১৫ মিনিট বাড়ানো হল।
এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মা লোকসভায় জানান, সৌধ দর্শনের সময়সীমায় বদল করা হচ্ছে না। তবে, টিকিট কাউন্টারের সময় বাড়ানো হচ্ছে। তিনি বলেন, সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে এবং সুর্যাস্তের ৩০ মিনিট আগে পর্যন্ত খোলা থাকবে টিকিট কাউন্টার।
সম্প্রতি, মোঘল সৌধ দর্শনের সময় তিন ঘণ্টা বেঁধে দেওয়ার পাশাপাশি, টিকেটের মূল্যও ৪০ টাকার থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছিল। এছাড়া, ১ এপ্রিল থেকে মূল সৌধে প্রবেশের জন্য অতিরিক্ত ২০০ টাকাও ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিসংখ্যান বলছে, ভরা মরশুমে দৈনিক ৬০ থেকে ৭০ হাজার পর্যটক তাজমহল দর্শন করতে আসেন। এই সংখ্যার ঊর্ধ্বসীমাকে বেঁধে দেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ না করা হলেও, তা ভাবনাচিন্তার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে।