এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে কার্যকরী হবে না এনপিআর, বিবৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী কমল নাথ
বিজেপি-বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দলই মনে করছে যে, এনপিআর আসলে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র প্রথম ধাপ
ভোপাল: ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর কার্যকরী হবে না মধ্যপ্রদেশে। কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ সোমবার জানিয়ে দিলেন তাঁদের অবস্থান।
কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ এদিনই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে, তাঁর দল এনপিআর কার্যকরী করলে তিনি প্রতিবাদের রাস্তা বেছে নেবেন। সিদ্ধান্ত পাল্টানোর দাবি তুলেছিলেন আরিফ। তারপরই এনপিআর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কমল নাথ। একটি বিবৃতিতে নাথ জানিয়েছেন, এই মুহূর্তে এনপিআর কার্যকরী হচ্ছে না মধ্যপ্রদেশে।
যদিও, গত বছরের ডিসেম্বরে এনপিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল মধ্যপ্রদেশ সরকার। তবে সোমবার কমল নাথ বলেছেন, ‘এই বিজ্ঞপ্তি জারি করার পরে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন আনে। যার অর্থ, এটা সিএএ ২০১৯-এ বর্ণিত এনপিআর নয়। বরং সিএএ ১৯৫৫ ও ২০০৩ এর আইন। যাই হোক না কেন, রাজ্যে এনপিআর কার্যকরী হবে না।’
মধ্যপ্রদেশ সরকারের মুখপাত্র পিসি শর্মা জানিয়েছেন যে, বিজ্ঞপ্তিটি আগে জারি করা হয়েছিল এবং এনপিআর রাজ্যে কার্যকরী হবে না।
প্রসঙ্গত, বিজেপি-বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দলই মনে করছে যে, এনপিআর আসলে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র প্রথম ধাপ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে, দেশজুড়ে এনআরসি কার্যকরী করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement