এক্সপ্লোর
Advertisement
বৈধ আবেদনকারীদের সবাইকেই মেডিক্যাল ভিসা, দীপাবলীতে পাকিস্তানিদের 'উপহার' সুষমার
নয়াদিল্লি: চিকিত্সার জন্য ভারতে আসতে অনেক পাক নাগরিকের মেডিক্যাল ভিসার আবেদনেই সাড়া দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।এবার দীপাবলী উত্সবে বিদেশমন্ত্রীর ঘোষণা, যাঁদের পাওয়ার প্রয়োজন রয়েছে তাঁদের সবাইকেই মেডিক্যাল ভিসা দেওয়া হবে।
ভারতে চিকিত্সার জন্য এসেছেন তাঁর বাবা। এজন্য বাবাকে দেখতে ভারতে আসতে ভিসা চেয়ে স্বরাজের কাছে আর্জি জানিয়েছিলেন আমনা শামিন নামে এক পাক মহিলা। সেই আর্জির জবাবে স্বরাজ শামিনকে পাকিস্তানের ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করতে বলেছেন।
একইসঙ্গে জানিয়েছেন, দীপাবলী উপলক্ষ্যে এ পর্যন্ত বকেয়া থাকা সমস্ত মেডিক্যাল ভিসার আর্জি মঞ্জুর করবে ভারত।
গতকাল ভারতে চিকিত্সার জন্য এক পাক শিশুকে মেডিক্যাল ভিসা দেওয়ার নির্দেশ স্বরাজ দিয়েছিলেন ভারতীয় হাইকমিশনকে। ওই শিশু আবদুল্লার বাবা কাশিফ এ ব্যাপারে স্বরাজের কাছে আর্জি জানিয়েছিলেন। লিভার প্রতিস্থাপনের পরবর্তী চিকিত্সার জন্য ওই শিশুটিকে ভারতে নিয়ে আসার প্রয়োজন। কাশিফ বলেছিলেন, তাঁর সন্তানের ওষুধ ফুরিয়ে যাওয়ার মুখে। ভারতে জরুরি ভিত্তিতে চিকিত্সা সংক্রান্ত পরামর্শ প্রয়োজন। স্বরাজ এর জবাবে বলেছিলেন, ওষুধের জন্য ওই শিশুর চিকিত্সা আটকে থাকবে না। ভারতীয় হাইকমিশনকে ভিসা মঞ্জুরের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত-পাক সম্পর্কে জটিলতা সত্ত্বেও মানবিক কারণেই অসুস্থ পাক নাগরিকদের মেডিক্যাল ভিসার আর্জির ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন বিদেশমন্ত্রী। তাঁর কাছে আর্জি জানিয়ে অনেক পাক নাগরিকই উপকৃত হয়েছেন। তাঁরা ভারতের এই ভূমিকায় কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন।On the auspicious occasion of Deepawali, India will grant medical Visa in all deserving cases pending today. @IndiainPakistan
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 19, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement