এক্সপ্লোর
Advertisement
রাজা-মহারাজাদের ব্যবহৃত প্রাচীন ‘প্যালেস অন হুইলস’-এর কোচ দিয়ে হবে ভিনটেজ রেস্তোরাঁ, ভাবনা রেলের
নয়াদিল্লি: খুব শীঘ্রই রাজা-মহারাজাদের ব্যবহৃত প্রাচীন এবং ঐতিহাসিক ‘প্যালেস অন হুইলস’ ট্রেনের কোচে ভিনটেজ খাবারের স্বাদ পাবেন যাত্রীরা। এই মর্মে দেশের বিভিন্ন প্রান্তে ওই ভিনটেজ কোচগুলিকে হোটেল-রেস্তোরাঁয় পরিণত করার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। লক্ষ্য, ঐতিহ্য রক্ষা করা এবং একইসঙ্গে উপার্জন করা।
বর্তমানে যে প্যালেস অন হুইলস ট্রেনটি চালানো হয়, তা নতুন করে তৈরি করা হয়েছে। পুরনো ট্রেনটি এখন রেল মিউজিয়ামে শোভা পাচ্ছে। রেলের হাতে মোট সাতটি এরকম কোচ রয়েছে, যাতে করে সেই সময়ের মহারাজারা চড়ে বেড়াতেন।
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই কোচগুলিকে ফিল্মি সেটের কায়দায় ভিনটেজ হোটেল-কাম-রেস্তোরাঁয় পরিণত করা। যাতে যাত্রীদের মনে হবে, তাঁরা কোনও পুরনো ঐতিহ্যবাহী রেলস্টেশনে রয়েছেন।
প্রকল্প অনুযায়ী, প্রত্যেকটি হোটেল ২-৩টি পুরনো ট্রেনের কোচ দিয়ে তৈরি হবে। খরচ পড়বে প্রায় ১৬ কোটি টাকা। ইতিমধ্যেই, ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-কে প্রস্তাব পাঠিয়েছে রেলেরই হেরিটেজ বিভাগ।
কিন্তু, কোথায় হবে এধরনের হোটেল? রেল সূত্রে খবর, বেশ কয়েকটি লোকেশন চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে, রেবারি স্টিম কেয়ার সেন্টার, যেখানে আজও স্টিম লোকোমোটিভের টানে মানুষ ভিড় জমান এবং যা শহরের শোরগোল থেকে অনেক দূরে। পাশাপাশি, দিল্লি ক্যান্টনমেন্ট এবং জয়পুরেও এই ধরনের মডেল হোটেল তৈরি করার ভাবনা নিয়েছে রেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement