এক্সপ্লোর
আমাদের মেয়েরা বিচার পাবে, কাঠুয়া-উন্নাওয়ের ঘটনা নিয়ে প্রথম মুখ খুলে মোদী, তফশিলি আইন নিয়ে কংগ্রেসকে তোপ
![আমাদের মেয়েরা বিচার পাবে, কাঠুয়া-উন্নাওয়ের ঘটনা নিয়ে প্রথম মুখ খুলে মোদী, তফশিলি আইন নিয়ে কংগ্রেসকে তোপ Our daughters will get justice, Won't allow SC/ST Act to be diluted: PM on rape incidents আমাদের মেয়েরা বিচার পাবে, কাঠুয়া-উন্নাওয়ের ঘটনা নিয়ে প্রথম মুখ খুলে মোদী, তফশিলি আইন নিয়ে কংগ্রেসকে তোপ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/13202222/PM_modi24.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উন্নাও ও কাঠুয়ার গণধর্ষণের ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, ‘আমি দেশবাসীকে আশ্বাস্ত করছি, কোনও অপরাধীই ছাড় পাবে না। আমাদের মেয়েরা বিচার পাবে।’
কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে। বিভিন্ন মহল থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হচ্ছে। গতকাল মধ্যরাতে এই দাবিতেই দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর আজ বি আর অম্বেডকর মেমোরিয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী।
তফশিলি জাতি ও উপজাতি আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের আক্রমণের পাল্টা প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, আমরা যে আইনকে কঠোর করেছি, সেটিকে লঘু হতে দেব না। কংগ্রেস ও কংগ্রেসের সংস্কৃতির কাছে নতিস্বীকার করা দলগুলির ফাঁদে পা দেবে না। আমাদের সরকার সবসময় আইনের শাসনের মাধ্যমে সামাজিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)