এক্সপ্লোর
Advertisement
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানের জন্য শরদ যাদবের কাছে আর্জি লালুর
নয়াদিল্লি: বিহারে সদ্য আরজেডি-কংগ্রেসের সঙ্গে মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছে জেডি-ইউ। এরপর ফের বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার।
বিজেপির সঙ্গে নীতীশের হাত মেলানো নিয়ে দলের রাজ্যসভা সংসদ শরদ যাদব ক্ষুব্ধ বলেই খবর। এরইমধ্যে তাঁকে বিহারে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানের জন্য আহ্বান জানিয়েছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। শনিবার টেলিভিশন ক্যামেরার সামনে লালু শরদকে ‘আমাদের নেতা’ বলে উল্লেখ করে বিহারে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বদানের আহ্বান জানান। এর ঠিক পরদিনই ট্যুইটের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করলেন শরদ যাদব। তাঁর ট্যুইট, শাসক দলের অন্যতম প্রধান স্লোগান ছিল বিদেশে মজুত কালো টাকা দেশে ফেরানো। কিন্তু কালো টাকাও ফেরেনি, সেইসঙ্গে পানামা পেপার্সে যাদের নাম ছিল তাদের কাউকেই ধরা হয়নি।
উল্লেখ্য, শিবির বদল করে নীতীশের এনডিএ শিবিরে ভিড়ে যাওয়ার পর থেকে শরদ যাদবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালু দাবি করেছেন যে, নীতীশের বিজেপির হাত ধরার সিদ্ধান্তে ক্ষুব্ধ শরদ যাদব। লালুর এই দাবির প্রতিক্রিয়াতেও কিছু বলেননি শরদ যাদব। এরইমধ্যে গত কয়েকদিন মাঝেমধ্যে যে কয়েকটি ট্যুইট শরদ যাদব করেছেন তাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সমালোচনা করেছেন।নীতীশের ইস্তফার দিন কেন্দ্রের ফসল বিমা যোজনার ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন তিনি। পরের দিন এই সোশ্যালিস্ট নেতা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণের বিরোধিতা করেন। তাঁর সমালোচকরা অবশ্য দাবি করছেন, নীরবতা বজায় রাখার মাধ্যমে মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কৌশল নিয়েছেন শরদ যাদব। লালু অবশ্য এই জল্পনা খারিজ করে দাবি করেছেন, শরদ যাদব মন্ত্রী পদের জন্য আগ্রহী নন।Neither black money slashed abroad returned, one of d main slogans of d ruling party nor anyone caught out of those named in Panama papers.
— SHARAD YADAV (@SharadYadavMP) July 30, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement