এক্সপ্লোর
Advertisement
দেখুন, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হায়দরাবাদের পুলিশকর্মী
হায়দরাবাদ: সোশ্যাল মিডিয়ায় এক ট্র্যাফিক পুলিশকর্মীর ঘুষ নেওয়ার ভিডিও পোস্ট করেছিলেন হায়দরাবাদের এক ব্যক্তি। ৫ লক্ষেরও বেশি মানুষ সেই ভিডিও দেখেছেন। সবাই ওই পুলিশকর্মীর শাস্তির দাবি জানাচ্ছিলেন। অবশেষে বরখাস্ত করা হল এম সত্যবিষ্ণু নামে ওই পুলিশকর্মীকে।
এ মাসের ১৭ তারিখ ফেসবুকে হায়দরাবাদ পুলিশের পেজে ওই ভিডিও পোস্ট করেন শ্রীধর ভেমুলা নামে ওই ব্যক্তি। এক মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিমায়ত নগর অঞ্চলে এক মধ্যবয়স্ক বাইক আরোহী হেলমেট না পরে যাওয়ায় তাঁকে থামিয়েছেন এক পুলিশকর্মী। তাঁদের মধ্যে কিছু কথাবার্তা হল। তারপর টাকা বার করে পুলিশকর্মীর হাতে তুলে দিলেন ওই বাইক আরোহী। টাকা নিয়ে তাঁকে যেতে দিলেন ওই পুলিশকর্মী। ভিডিওতে আরও তিন পুলিশকর্মীকে দেখা যাচ্ছে। কিন্তু তাঁরা কিছুই জানতে পারেননি।
হায়দরাবাদ পুলিশ ২৪ ঘণ্টা পরে জানায়, ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ২০ তারিখ জানানো হয়, ওই হোমগার্ডকে ট্র্যাফিক বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, ওই হোমগার্ডকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। অনেকে ঘুষ দেওয়ার জন্য ওই বাইক আরোহীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকের আবার মন্তব্য, পুলিশের বেতন বাড়ালে ঘুষ নেওয়ার প্রবণতা কমবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement