এক্সপ্লোর
তেলঙ্গানায় ভোটের আগের দিন ওয়ারাঙ্গলে গাড়ি থেকে বাজেয়াপ্ত সাড়ে তিন কোটি টাকা, আনা হয়েছিল ভোটারদের বিলি করতে, জানাল পুলিশ

হায়দরাবাদ: শুক্রবার তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রাক্কালে ওয়ারাঙ্গল জেলায় একটি ভ্যান থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থ উদ্ধার করল পুলিশ। অভিযোগ, বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ অর্থ ভোটারদের প্রভাবিত করে ভোট কিনতে বিলি করার জন্য আনা হয়েছিল। সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে সন্দেহজনক ভাবে গাড়িটিকে ঘোরাঘুরি করতে দেখে তাড়া করে ধরে ফেলে পুলিশ। গাড়ির ভিতর থেকে তল্লাশি চালিয়ে ওই অর্থ পায় তারা। গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এফ রেড্ডি নামে লোকটি ওয়ারধান্নাপেট বিধানসভা কেন্দ্রের এক প্রার্থীর পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















