ফের ভিডিও প্রকাশ করে ভারতীয় ছাউনি ধ্বংস করার দাবি পাক সেনার
ইসলামাবাদ: ফের ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করার নতুন ভিডিও প্রকাশ করল পাকিস্তান।
রবিবার প্রকাশিত হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, কিছু ছাউনি গোলায় ধ্বংস হচ্ছে। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, ওই ছাউনিগুলি ভারতীয় সেনার।
তারা জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের তপ্তপানি সেক্টরের ওই ছাউনিগুলি অবস্থিত। পাক সেনার আরও দাবি, ভারতীয় সেনা সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে গুলি চালালে, তারা পাল্টা হামলায় ওই ছাউনি ধ্বংস করে দিয়েছে।
প্রসঙ্গত, এই নিয়ে দু সপ্তাহে দুটি ভিডিও প্রকাশ করে একই দাবি করল পাকিস্তান। এর আগে গত ২৪ মে, আরেকটি ভিডিও প্রকাশ করে পাক সেনা দাবি করেছিল, তারা একাধিক সেনা ছাউনি ধ্বংস করে দিয়েছে।
গতকাল, পাক সেনার তরফে দাবি করা হয়, ভারতীয় সেনার বাঙ্কার তারা গুঁড়িয়ে দিয়েছে। তাতে ৫ ভারতীয় জওয়ান মারা গিয়েছে। যদিও, পাক সেনার এই দাবি নস্যাৎ করে ভারতীয় সেনা।