এক্সপ্লোর
Advertisement
বুরহান ‘শহিদ’! পাকিস্তানের সমর্থন কাদের প্রতি, পরিষ্কার, কটাক্ষ ভারতের
নয়াদিল্লি: হিজবুল মুজাহাদিন কমান্ডার বুরহান ওয়ানিকে ‘শহিদ’ তকমা দেওয়া এবং ১৯ তারিখ ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের তীব্র সমালোচনা করল ভারতের বিদেশ মন্ত্রক। সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং বিধ্বংসী কার্যকলাপের মাধ্যমে উপমহাদেশের স্থিতাবস্থা নষ্ট করার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বিষয়েও পাকিস্তান হস্তক্ষেপ করছে বলে দাবি করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ। তাঁর আরও দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের প্রশংসা করে পাকিস্তান বুঝিয়ে দিচ্ছে, তারা সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল।
শুক্রবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহানকে শহিদ বলে আখ্যা দিয়েছেন। তিনি কাশ্মীরের মানুষের পাশে থাকার জন্য ১৯ জুলাই কালা দিবস পালনের কথাও ঘোষণা করেছেন। শরিফের দাবি, কাশ্মীরের মানুষ আত্মনিয়ন্ত্রণের লড়াই করছেন। তাঁদের এই লড়াইয়ে নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে স্বরূপ বলেছেন, কাশ্মীরে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে তা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরপরেই সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করা হবে। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একটি অংশ দখল করে রেখে সেখানে তথাকথিত নির্বাচনের আয়োজন করার যে চেষ্টা করছে, তা সফল হবে না। ভারতের আশা, কাশ্মীরে শান্তি ফেরানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য গঠনমূলক উদ্যোগ নেবে পাকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement