এক্সপ্লোর
পঞ্জাব সীমান্তে বিএসএফ-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী

অমৃতসর: পঞ্জাবের গুরুদাসপুর সেক্টরের পাহাড়িপুরে বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হল এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর। আজ সকাল ৬.২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়া টপকে ওই অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করলে তাকে থামতে বলেন জওয়ানরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি ওই অনুপ্রবেশকারী। এরপরেই তাকে গুলি করে মারা হয়। এই ঘটনার পর গোটা অঞ্চল ঘিরে রেখেছেন জওয়ারা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। নিহত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধারের পাশাপাশি তার সঙ্গে আরও কেউ ছিল কি না, তার খোঁজও করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















