এক্সপ্লোর
Advertisement
জম্মুতে সেনার জবাবি গুলিতে মৃত পাক রেঞ্জার, দাবি বিএসএফ-এর, বসিতকে তলব বিদেশমন্ত্রকের
জম্মু: জম্মুতে পাকিস্তান সেনার সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালনার জবাবে ভারতীয় ফৌজের গুলিতে মারা গিয়েছে এক পাক রেঞ্জার। আহত হয়েছে আরও একজন। এমনই দাবি করল বিএসএফ। এদিকে, সংঘর্ষবিরতি নিয়ে অভিযোগ জানাতে ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আব্দুল বসিতকে তলব করল বিদেশমন্ত্রক।
সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল রাতে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) লাগোয়া জম্মুর আর এস পুরা এবং আর্নিয়ায় লাগাতার বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।
বৃহস্পতিবার এর জবাব দেয় ভারত। বিএসএফ জানিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টা থেকে সওয়া ১টা পর্যন্ত এই দুই সেক্টরে পাক সেনা ছাউনি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় সীমান্তরক্ষী বাহিনী।
বিএসএফ-এর দাবি, এতে এক পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর জখম হয়েছে। গুলি বিনিময়ের মধ্যেই আহত জওয়ানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পাক সেনা।
ওই কর্তা জানান, পাকিস্তান ভারী গুলিবর্ষণ শুরু করেছিল। তার সমুচিত জবাব দিয়েছে ভারত। এর আগে, গত শুক্রবার কাঠুয়া সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে সাত পাক রেঞ্জার্স এবং এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল বিএসএফ।
বুধবার রাতে আর এস পুরা এবং আর্নিয়ায় ভারতীয় বাহিনীর ১৫টি আউটপোস্ট এবং ২৯টি জনপদকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে পাক সেনা। সেইসঙ্গে চলে মর্টারহানাও। এতে এক বিএসএফ জওয়ান শহিদ হন। আহত হন ৬ জন সাধারণ নাগরিক।
অন্যদিকে, নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানান, রাজৌরির সুন্দরবনি সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। সেখানেও জবাব দিয়েছে ভারত।
এসবের মধ্যেই, এদিন পাক হাই কমিশনার আব্দুল বসিতকে তলব করে বিদেশমন্ত্রক। কেন্দ্রীয় সূত্রে খবর, বিনা প্ররোচনায় সাধারণ গ্রামবাসীদের যে ভাবে পাক সেনা টার্গেট করে চলেছে, তার তীব্র নিন্দা করে সরকারি স্তরে অভিযোগ দায়ের করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement