এক্সপ্লোর
Advertisement
পাক হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীর সীমান্তের বিখ্যাত মন্দির, নিহত ১ মহিলা
শ্রীনগর: জম্মু আর্নিয়া সাব সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে প্রখ্যাত একটি মন্দির পাক গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রবল ক্রোধ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আজ সকাল থেকে আর্নিয়া সেক্টরে ১১টি ভারতীয় চৌকি লক্ষ্য করে লাগাতার গুলি ছুঁড়ছে পাক সেনা। এতে ১ মহিলার মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ৫ জন। পাল্টা গুলি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরাও।
শুক্রবার রাতে পাকিস্তানি রেঞ্জার্স আর্নিয়া সেক্টরে প্রচণ্ড গোলাগুলি বর্ষণ শুরু করে, চলে মুহূর্মুহূ মর্টার দাগা। আর্নিয়ার গায়ত্রী মন্দিরের ছাদে এসে পড়ে একটি শেল, ছাদ ক্ষতিগ্রস্ত হয়। আর্নিয়া শহরের নানা জায়গাতেও এসে পড়েছে গোলা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা আর্নিয়ার সাই, ত্রেভা ও জাবোওয়াল এলাকায় শুরু করে গুলিবর্ষণ। জবাব দেয় ভারতীয় সেনাও। শনিবার সকাল থেকে গুলি ছোঁড়া বন্ধ হয়ে যায়।
এই হামলায় কারও প্রাণহানি না ঘটলেও ৩টি গবাদি পশু মারা পড়েছে, ভেঙে পড়েছে দুটি বাড়ি।
গায়ত্রী মন্দির হল জম্মু কাশ্মীরের বহু প্রাচীন একটি লক্ষ্মী মন্দির। বহু ভক্ত প্রতিদিন এই মন্দিরে আসেন। যেভাবে এবার পাক রেঞ্জার্স ধর্মস্থানে হামলা চালিয়েছে তার তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের দাবি, কেন্দ্র পাক সরকারকে হুঁশিয়ারি দিক, যে এমন কাজ বরদাস্ত করা হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement