এক্সপ্লোর
Advertisement
হাই কমিশনারকে ডেকে পাঠাল পাকিস্তান, রুটিন বিষয়, মন্তব্য ভারতের
নয়াদিল্লি: নয়াদিল্লিতে দূতাবাসের কর্মীদের হেনস্থার অভিযোগ করার পর এবার হাই কমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ডেকে পাঠাল পাকিস্তান। আজ পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল বলেছেন, ‘আমাদের নয়াদিল্লির হাই কমিশনারকে আলোচনার জন্য ইসলামাবাদে আসতে বলা হয়েছে।’ ভারত অবশ্য পাকিস্তানের এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘এই প্রশ্ন উঠছে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। পাকিস্তান রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়নি। তাঁকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। এটা খুব সাধারণ ও রুটিন বিষয়।’
দূতাবাসের কর্মীদের হেনস্থার অভিযোগ নিয়ে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। নয়াদিল্লিতে পাক দূতাবাসের কর্মীদের হেনস্থার অভিযোগে মঙ্গলবার ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠায় পাকিস্তানের বিদেশ দফতর। এরপর আজ ফয়সল অভিযোগ করেছেন, পাকিস্তানের কূটনীতিবিদদের ক্রমাগত হুমকি দেওয়া হলেও, ভারত সরকার এ বিষয়ে কিছু করছে না। ভারতের বিদেশমন্ত্রক অবশ্য এই অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাইছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement