এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতা দিবসে পাকিস্তান দৈর্ঘ্যে সবচেয়ে লম্বা পতাকা উত্তোলন করে টেক্কা ভারতকে?
নয়াদিল্লি: আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সীমান্তে সবচেয়ে লম্বা পতাকা উত্তোলন ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের।জিডিপি বা স্বাক্ষরতার হারে নয়, আপাতত পতাকার দৈর্ঘ্যে দিল্লিকে পিছনে ফেলে দিল ইসলামাবাদ।
রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়া যে পতাকাটি উত্তোলন করেন, সেটির দৈর্ঘ্য ১২০ বাই ৮০ ফুট। গতকাল এই পতাকাটি উত্তোলন করা হয় ওয়াঘা সীমান্তে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে লম্বা পতাকা এটি। প্রসঙ্গত, বিশ্বের মধ্যে দৈর্ঘ্যের বিচারে অষ্টমস্থানে রয়েছে পাকিস্তানের এই পতাকা। গত মার্চে ভারতের আত্তারি সীমান্তে যে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়, তার থেকে পাকিস্তানের এই পতাকার দৈর্ঘ্য বেশি। ভারতের তেরঙ্গাটি ৩৬০ ফুট লম্বা ফ্ল্যাগপোলের ওপর উত্তোলন করা হয়েছিল এবং সীমান্তের এপ্রান্তে থাকা প্রশাসনের কর্তাদের লক্ষ্য ছিল, পতাকাটি যেন লাহৌর থেকে দেখতে পাওয়া যায়।
এরপরই জুলাইয়ে ইসলামাবাদের তরফে ঘোষণা করা হয় তাঁরা শীঘ্রই ভারতকে পিছনে ফেলে তাদের চেয়ে লম্বা পতাকা উত্তোলন করবে। তখনই এক বিএসএফ আধিকারিক দাবি করেন, ভারতকে পতাকার দৈর্ঘ্যের বিচারে হারাতেই পাকিস্তানের এই পদক্ষেপ।
এদিকে হাওয়ার কারণে ভারতকে বার পাঁচেক পতাকা সরাতে হয়েছে সীমান্ত থেকে। মূলত লম্বা পতাকা থাকলে হাওয়ার ধাক্কায় তার মধ্যে ছিদ্র তৈরি হচ্ছে। সেই কারণেই ভারতের ফ্ল্যাগ ফাউন্ডেশনের প্রধান কে.ভি সিংহ বলেন, তাঁরা নয়াদিল্লিকে পরামর্শ দেন সমস্যা এড়াতে ছোট পতাকা উত্তোলন করতে। তবে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াঘা-আত্তারি সীমান্তে ভারত লম্বা পতাকাই উত্তোলন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement