পাম্পোরের সরকারি ভবনে ৫৬ ঘণ্টার সংঘর্ষ শেষ, খতম ২ জঙ্গির দেহ উদ্ধার
শ্রীনগর: ৫৬ ঘণ্টার সংঘর্ষের অবসান। কাশ্মীরের প্যাম্পোরে সরকারি ভবনে লুকিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমানে গুলির লড়াই চালিয়ে যাওয়া দুই জঙ্গিকে নিকেশ করে অভিযানের সমাপ্তি ঘোষণা করল সেনাবাহিনী। দুজনেরই দেহ উদ্ধার হয়েছে। জনৈক সেনাকর্তা বলেছেন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টটিউট ভবনে দু থেকে তিনজন সন্ত্রাসবাদীর ঢুকে থাকার খবর ছিল। তাই দুজনের দেহ পাওয়া গেলেও সম্ভাব্য তৃতীয় জঙ্গির খোঁজে ওই ভবনের ৫০টি ঘরেই তল্লাশি চলে। শেষ পর্যন্ত আর কারও খোঁজ অবশ্য পাওয়া যায়নি। অপারেশন কার্যত শেষ বলে জানান তিনি।
৫০ ঘণ্টা পরে সরকারি ভবনে ঢোকে নিরাপত্তা বাহিনী। কয়েক ঘণ্টা ধরে চলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। উপরে চক্কর কাটে সেনা কপ্টার। ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। ইডিআই ভবন লক্ষ্য করে রকেট লঞ্চার ও গ্রেনেড ছোঁড়ে ভারতীয় সেনা বাহিনী। ইতিমধ্যেই ওই বহুতলের তিনটি তলা পুরোপুরি ভস্মীভূত। শ্রীনগর থেকে ১২ কিলোমিটার দূরে পাম্পোরে এই সরকারি ভবনটি ঝিলম নদীর তিরে।
এবছরের ১৯ ফেব্রুয়ারি পাম্পোরে সিআরপিএফের বাসে অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিরা আশ্রয় নেয় এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিল্ডিংয়েই। ৪৮ ঘণ্টা ধরে চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। মৃত্যু হয় ৩ জওয়ানের। ৮ মাসের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি। ফের একবার প্রশ্নের মুখে ভূস্বর্গের নিরাপত্তা।