এক্সপ্লোর
আগামী বছর থেকেই সমস্ত মোবাইলে বাধ্যতামূলক হবে ‘প্যানিক বাটন’

নয়াদিল্লি: আত্মরক্ষার জন্য আগামী বছর থেকেই সমস্ত মোবাইলে থাকবে জরুরি সংকেত জানানোর বিশেষ বোতাম বা ‘প্যানিক বাটন’। এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরের বছর থেকে ‘সিঙ্গেল কি’র ‘প্যানিক বাটন’ ছাড়া কোনও ফোন বিক্রি করা হবে না বলে জানিয়েছে সরকার। এরফলে আপত্কালীন অবস্থায় ফোনে ওই বোতামে চাপ দিয়ে রাখলে সংকেত বার্তা অন্যের কাছে পৌঁছে যাবে। যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, প্রযুক্তি মানব জীবনকে আরও উন্নত করে। মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই এই বিশেষ ‘কি’-এর প্রয়োজন। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০১৭-র ১ জানুয়ারি থেকে ‘প্যানিক বাটন’ ছাড়া কোনও মোবাইল বিক্রি করা যাবে না। এবং ২০১৮-র ১ জানুয়ারি থেকে সমস্ত মোবাইলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তিনি বলেন, সমস্ত মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাকে এই নিয়ম মানতে হবে। নাহলে ভারতে ফোন বিক্রি করা যাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















