কেন বারবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলিতে জঙ্গি হামলা, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উত্তর তলব সংসদীয় কমিটির
নয়াদিল্লি: দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলিতে ঘটে যাওয়া একের পর এক নাশকতামূলক হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাকে প্রশ্ন করল সংসদীয় কমিটি। একইসঙ্গে, জানতে চাওয়া হল, এই হামলা রুখতে কী কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
সূত্রের খবর, এদিন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা রাজীব মেহঋষি সহ স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের প্রশ্ন করেন, কেন বারবার দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানগুলিতে জঙ্গি হামলা হচ্ছে।
এদিন সেনার উরির ব্রিগেদ সদর, পঠানকোট বায়ুসেনা ঘাঁটি এবং সাম্প্রতিককালে ঘটে যাওয়া নাগরোটা সেনা ছাউনিতে জঙ্গি হামলা—যেখানে মেজর পদমর্যাদার ২ সেনা অফিসার নিহত হন, উত্থাপন করে কমিটি। স্থায়ী কমিটির সদস্যরা আরও জানতে চান, ভবিষ্যতে হামলা রোখার জন্য কী কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
জবাবে, মেহঋষি জানান, নাগরোটার হামলাকারীরা পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল। তিনি জানান, এই হামলার তদন্তের দায়িত্ব এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর আশা, এই তদন্তে পাকিস্তান যোগের বিষয়টি স্পষ্ট হবে।