এক্সপ্লোর
Advertisement
আগের সার্জিক্যাল স্ট্রাইক অস্বীকার করে কেন সেনাকে ছোট করছেন? পর্রীকরকে পাল্টা কংগ্রেস
নয়াদিল্লি: পাল্টা মনোহর পর্রীকরকে আক্রমণ কংগ্রেসের। ইউপিএ আমলে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি অস্বীকার করায় প্রতিরক্ষামন্ত্রীকে তোপ দেগে তাঁর বিরুদ্ধে ‘নগ্ন রাজনীতি’ করার অভিযোগ তুলল কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, শ্রী পর্রীকর, ভারতীয় সেনাবাহিনীকে কেন তাঁর প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন না? কেন মানুষকে বিভ্রান্ত করছেন, আগের সার্জিক্যাল স্ট্রাইক অস্বীকার করে কেন সেনার ভূমিকাকে লঘু করে দেখাচ্ছেন?
সুরজেওয়ালা বলেছেন, ২০১১ সালে পুরোদমে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল ‘অপারেশন জিঞ্জার’ নামে। কেন সেনার সেই সাহসী অভিযান নিয়ে চুপ মনোহর পর্রীকর? এটা খোলাখুলি, নির্লজ্জ রাজনীতি করা নয়! তাঁর প্রশ্ন, সাম্প্রতিক সেনা অভিযানের জন্য সেনাবাহিনীকে যদি পূর্ণ কৃতিত্বই দেওয়া হয়, তাহলে কেন ‘উরির প্রত্যাঘাতকারী’ পোস্টারে মোদীজীকে ভগবান রাম বলে সাজিয়ে সেগুলি ভোটমুখী রাজ্যে ছড়ানো হচ্ছে?
দফায় দফায় ট্যুইটের মাধ্যমে পর্রীকরকে আক্রমণ করে সুরজেওয়ালা বলেন, চরম রাজনৈতিক দ্বিচারিতা। সার্জিক্যাল স্ট্রাইকের পর মোদী সরকার ‘যুদ্ধের ময়দানে আঘাতে’র জেরে অক্ষম হয়ে পড়াদের পেনসন অর্ধেক করে দিয়েছে। কটাক্ষের সুরে তাঁর প্রশ্ন, মোদী সরকার কি এক পদ, এক পেনশন, সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি অগ্রাহ্য করে, সেনা জওয়ানদের দেওয়া আগের প্রতিশ্রুতি ভুলে গিয়ে তাঁদের পুরস্কার দিচ্ছে!
সুরজেওয়ালা দাবি করেন, আরএসএস, বিজেপি প্রধান অমিত শাহও প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক তাঁদের প্রধান রাজনৈতিক কৌশল হবে।
সুরজেওয়ালা এও বলেন, প্রতিরক্ষামন্ত্রী সেনাকে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সেনাকে বাহবা দিচ্ছেন বটে, কিন্তু এতে বিস্ময়ের কিছুই নেই যে, আমাদের বীর সেনা জওয়ানদের পরিবর্তে তিনি সংবর্ধনা পেলেন আগ্রা, লখনউ, গোয়ায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement