এক্সপ্লোর
Advertisement
সন্দেহ হওয়ায় এক যাত্রীর ট্যুইট, পাচার হওয়ার পথে ট্রেন থেকে উদ্ধার ২৫ জন নাবালিকা
নয়াদিল্লি: ট্রেনের এক যাত্রীর তৎপরতায় পাচার হওয়ার পথে উদ্ধার করা হল ২৫ জন নাবালিকাকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ওই নাবালিকাদের কাঁদতে দেখে সন্দেহ হয় সংশ্লিষ্ট যাত্রীর। এরপরেই তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী পীযূষ গয়াল, রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিষয়টি জানান। এই ট্যুইট দেখে বারাণসী ও লখনউয়ের সরকারি আধিকারিকরা মেয়েগুলিকে উদ্ধার করার উদ্যোগ নেয়। শেষপর্যন্ত জিআরপি ও আরপিএফ ট্রেন থেকে ওই নাবালিকাদের উদ্ধার করে।
রেল সূত্রে খবর, ওই যাত্রী মুজফফরপুর-বান্দ্রা আওয়াধ এক্সপ্রেসের এস-৫ কোচে ছিলেন। তাঁর ট্যুইট দেখে পুলিশের চাইল্ড লাইন ও পাচার-বিরোধী বিভাগের সঙ্গে যোগাযোগ করে গোরক্ষপুর জিআরপি। কপ্তানগঞ্জ থেকে সাদা পোশাকে ট্রেনে ওঠেন আরপিএফ-এর কয়েকজন কর্মী। তাঁরা মেয়েগুলিকে উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement