এক্সপ্লোর
নীরব মোদী, মেহুল চোকসির পাসপোর্ট বাতিল
নয়াদিল্লি: পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করা হয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে এমনই খবর। এক আধিকারিক জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পরামর্শের ভিত্তিতে এ মাসের ১৬ তারিখ চার সপ্তাহের জন্য নীরব ও মেহুলের পাসপোর্ট সাসপেন্ড করে বিদেশমন্ত্রক। পাসপোর্ট কেন বাতিল করা হবে না, এক সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়। কিন্তু তাঁরা জবাব না দেওয়ায় পাসপোর্ট বাতিল করা হল।
ইডি ও সিবিআই ১১,৪০০ কোটি টাকার পিএনবি জালিয়াতির তদন্ত করছে। দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নীরব ও মেহুলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট বাতিল করার পর তাঁদের বিরুদ্ধে আরও কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement