এক্সপ্লোর
Advertisement
বিহারে নয়া সরকার গঠনের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলা খারিজ
পটনা: বিহারে জেডিইউ-বিজেপি নয়া জোট সরকার গঠন করার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল পটনা হাইকোর্ট। একটি মামলা দায়ের করেছিলেন দুই আরজেডি বিধায়ক সরোজ যাদব ও চন্দন কুমার এবং অপর মামলাটি দায়ের করেন প্রাক্তন মুখিয়া দেও নারায়ণ সিংহ। শুক্রবার এই দুটি মামলার শুনানি স্থগিত করে দেয় আদালত। আজ প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি অনিল কুমার উপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছে, রাজ্য সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে। ফলে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
আদালতের এই রায়ে ধাক্কা খেল লালুপ্রসাদ যাদবের দল। আরজেডি-র আশা ছিল, সরকার গঠন করার জন্য নীতীশ কুমারকে প্রথমে ডাকা সংক্রান্ত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সিদ্ধান্ত খারিজ করে দেবে হাইকোর্ট। আদালতে মুখিয়া ও আরজেডি বিধায়কদের আইনজীবী ভূপেন্দ্র কুমার সিংহ সওয়াল করেন, এস আর বোম্মাই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়েছিল, সংখ্যাগরিষ্ঠ দলকেই সরকার গঠন করার জন্য আহ্বান জানাতে হবে। ৮০ জন বিধায়ক নিয়ে বিহারে আরজেডি-ই সংখ্যাগরিষ্ঠ দল। ফলে রাজ্যে যে নয়া সরকার গঠিত হয়েছে সেটা অসাংবিধানিক।
অ্যাডভোকেট জেনারেল ললিত কিশোর পাল্টা বলেন, সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে। রাজ্যপালের কাছে তাঁকে সমর্থন করা ১৩১ জন বিধায়কের তালিকাও জমা দিয়েছেন নীতীশ। আরজেডি সেরকম কোনও তালিকা রাজ্যপালকে দেয়নি। দু পক্ষের সওয়াল-জবাবের পর মামলা খারিজ করে দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement