ওপারে ফাঁসির সাজা কুলভূষণের: ‘মেড ইন পাকিস্তান’ পোশাক বন্ধ করতে বিপণী সংস্থাকে নির্দেশ এমএনএস-এর, বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার ১০
মুম্বই: ‘মেড ইন পাকিস্তান’ পোশাক ভারতে বিক্রি না করতে স্প্যানিশ বস্ত্র বিপণী ‘জারা’-কে নোটিশ দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।
এই মর্মে ওই সংস্থাকে একটি নোটিশও দিয়েছে এমএনএস-এর ছাত্র সংগঠন। মুম্বইয়ের বিভিন্ন শপিং মলে যেখানে জারা-আউটলেট রয়েছে, সেখানে গিয়ে নোটিশ দিয়ে আসে এমএনএস।
নোটিশ দেওয়ার কারণ হিসেবে ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে পাক সামরিক আদালতের ফাঁসি দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে।
দলের যুব সংগঠনের সহ-সভাপতি অখিল চিত্রে জানান, পাকিস্তান আমাদের দেশের লোককে হত্যা করছে, আর আমরা ওদের দেশে তৈরি পোশাক বিক্রি করছি।
তিনি যোগ করেন, ভারত সরকারের বারংবার অনুরোধ সত্ত্বেও মুম্বইয়ের কুলভূষণ যাদবকে মিথ্যে মামলায় জড়িয়ে এখন তাঁকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।
চিত্রের হুঁশিয়ারি, অবিলম্বে পাক-নির্মিত পোশাক বিক্রি বন্ধ না হলে, সংস্থার বিরুদ্ধে বড়সড় বিক্ষোভ শুরু করা হবে। এই প্রসঙ্গে জার-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, শোরুমে ঢুকে হাঙ্গামা করার জন্য ১০ এমএনএস কর্মীকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে সকলেই জামিনে মুক্তি পান।
এর আগে, পাক অভিনেতাদের ছবিতে না নিতে বলিউডকে হুঁশিয়ারি দিয়েছিল বলিউড। এই নিয়ে পরিচালক কর্ণ জোহর সহ বলিউডের একাংশের সঙ্গে জোর বিতর্ক বেঁধেছিল এমএনএস-এর।