এক্সপ্লোর
Advertisement
মার্কিন ভিসার জন্য সাদা চামড়ার লোকের সামনে উলঙ্গ হতে লজ্জা হয় না, কিন্তু নিজের সরকার নাম, ঠিকানা জানতে চাইলেই গেল গেল রব ওঠে! আধার বিরোধীদের কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
নয়াদিল্লি: আধার তথ্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি তো করলেনই, এমনকী সেই তথ্য চুরি হয়ে যাচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে, মিডিয়ায় বেরনো এমন খবর ভুলও বললেন কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স কান্নানথানাম। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথা তথ্য প্রযুক্তি মন্ত্রী আধারের বিরোধীদের কটাক্ষ করে মন্তব্য করেছেন, আমেরিকার ভিসা পাওয়ার জন্য সাদা চামড়ার লোকদের সামনে জামাকাপড় খোলার সময় লজ্জা হয় না, অথচ নিজের দেশের সরকারকে একেবারে প্রাথমিক তথ্যটুকু দেওয়ার বেলায় গোপনীয়তার অধিকার গেল গেল বলে শোরগোল উঠে যায়!
কেরল সরকার আয়োজিত গ্লোবাল ডিজিটাল সামিটে বিশেষ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনওদিন নিজের স্ত্রী বা স্বামীর কাছে প্রকাশ করেননি, এরকম দশ পৃষ্ঠা তথ্য আমেরিকার ভিসা পেতে গেলে সাদা চামড়ার লোককে দিতে হয়। তখন আঙুলের ছাপ, আইরিস দিতে, তল্লাসির জন্য তার সামনে পুরো নগ্ন হয়ে দাঁড়াতে কোনও সমস্যা হয় না আমাদের। কিন্তু যে ভারত সরকার আমাদের নিজেদের, সে যখন শুধু নাম, ঠিকানা জানতে চায়, তার বেশি কিছু নয়, তখন দেশে এক বিরাট বিপ্লব ঘটে যায়। গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ হচ্ছে বলে শোরগোল ওঠে। কতদূর সরকারের এক্তিয়ার, প্রশ্ন তোলা হয়। সুপ্রিম কোর্টই ঠিক করুক।
তিনি বলেন, আজকাল আধারে কী কী তথ্য দিতে হয়। নাম ঠিকানা, ইমেল আইডি লাগে না, যা এমনি এখন সবাই চায়।
আঙুল ছাপের বিস্তারিত তথ্য , আইরিস সংক্রান্ত সব কিছু ইউএডিএআইয়ের ভান্ডারে গচ্ছিত রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী এও বলেন, গত সাড়ে তিন বছরে এমন একটিও ঘটনা নেই যেখানে কোনও একজন আধার কার্ড ধারকের বায়োমেট্রিক তথ্য ফাঁস হয়েছে। ভারত সরকার তা সুরক্ষিতই রেখেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement