এক্সপ্লোর
Advertisement
ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কলকাতায় প্রথমবার লিটারপিছু ৭০ টাকা পেরোল ডিজেল
নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা ফের মিটতেই ঊর্ধ্বমুখী তেলের দাম। রেকর্ড ভেঙে কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল। এখন কলকাতায় ডিজেলের দাম ৭০.১২ টাকা। পেট্রোলের দাম আরও বেড়ে ৭৮.৯১ টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার শঙ্কা।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ১৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো বন্ধ রেখেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ দাম না বাড়ানোর ফলে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ, এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে। কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই দাম বাড়ানো শুরু হয়েছে। ১৪ মে থেকে টানা সাতদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। গত এক সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল লিটারপিছু ১.৬১ টাকা এবং ডিজেলের দাম বাড়ল লিটারপিছু ১.৬৪ টাকা।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর থেকে অন্তঃশুল্ক তুলে নেবে কি না, সেই প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চাননি অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ। তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছুই বলেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement