চার বছরের সর্বাধিক পেট্রোল, সর্বকালীন রেকর্ড ডিজেলের, কেন্দ্রকে আক্রমণ মমতার
নয়াদিল্লি ও কলকাতা: সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে রবিবার দাম বৃদ্ধির নতুন রেকর্ড তৈরি করল পেট্রোল-ডিজেল। একেবারে, চার বছরের সর্বাধিক হল পেট্রোলের মূল্য, সেখানে ডিজেলের মূল্য সর্বকালীন উচ্চতায় পৌঁছল। গত বছরের জুন মাস থেকেই পেট্রোল ও ডিজেলের মূল্য আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতিদিন নির্ধারণ করছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিন এই দুই জ্বালানির মূল্য লিটারপ্রতি ১৮ পয়সা করে বৃদ্ধি করা হয়। এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৭৬ টাকা ৪৪ পয়সা। অন্যদিকে, রবিবার কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু ৬৭ টাকা ২৭ পয়সা। এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে.. বেড়েই চলেছে। মানুষের ভোগান্তি হচ্ছে। হেঁসেল পুড়ছে। সরকার শুধু কথাই বলছে।
https://twitter.com/MamataOfficial/status/980428139040948225পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দামের নিরিখে শুল্ক কমানোর সুপারিশ করেছিল তেলমন্ত্রক। কিন্তু, ১ ফেব্রুয়ারি, সংসদে পেশ করা বাজেটে সেই সুপারিশ খারিজ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে ভারতেই পেট্রোল ও ডিজেলের দাম সর্বাধিক। এর মধ্যে অর্ধেক দাম কর বাবদ ধার্য করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত, ন’বার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছেন জেটলি। তাও আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমা সত্ত্বেও। শুধুমাত্র গত বছরের অক্টোবর মাসে লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছিল শুল্ক। এদিকে, নিত্যপ্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিস আসে ডিজেলচালিত গাড়িতে। ডিজেলের খরচ বাড়া মানে সেই পরিবহণের খরচ বৃদ্ধি। আর তার জেরে জিনিসপত্রের দাম বৃদ্ধিও অনিবার্য। অর্থাৎ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে মধ্যবিত্তের পকেটে। যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বাধিক।