কংগ্রেসের ‘পিডিকরণ’ সম্পন্ন, কটাক্ষ বিজেপির
নয়াদিল্লি: দলের সভাপতি নির্বাচনে রাহুল গাঁধীর মনোনয়ন পেশকে কটাক্ষ করল বিজেপি।
সোমবার বিজেপির মুখপাত্র জিভিএল নরসিংহ রাও-এর মতে, পুরনো হোক বা নতুন, বিরোধী শিবিরে কোনও কিছুরই গুরুত্ব নেই। কংগ্রেস সহ-সভাপতির মনোনয়ন দাখিলকে কটাক্ষ করে নরসিংহ জানান, কোনও সংগঠনেই বারবার ব্যর্থ হওয়া কোনও সদস্যের পদোন্নতি হয় না।
এদিন রাহুলের পোষ্য সারমেয় ‘পিডি’-র নাম নিয়ে সনিয়া-তনয়কে আক্রমণ করে নরসিংহ বলেন, কংগ্রেসের পিডিকরণ সম্পূর্ণ হল। না পুরনো, না নতুন প্রজন্ম গুরুত্ব পায়। শুধুমাত্র ‘পিডি’ গুরুত্বপূর্ণ।
গতকালই, দলীয় সদর দফতরে কংগ্রেস সভাপতি পদে নির্বাচনে মনোনয়ন পেশ করেন রাহুল গাঁধী। সেই প্রেক্ষিতে এদিন নরসিংহ জানান, গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই গণতান্ত্রিক ঐহিত্যের উপহাস।
তিনি বলেন, এই হাস্যকর নির্বাচনী প্রক্রিয়া এবং তা ঘিরে গাঁধী পরিবারের একনিষ্ঠ চাটুকারদের প্রশংসা আদতে শতাব্দীপ্রাচীন দলের পক্ষে দুঃখের বিবরণ ছাড়া কিছুই নয়।
তিনি যোগ করেন, কংগ্রেস যে আজকের ভারতের সঙ্গে পুরোটাই বিচ্ছিন্ন তা প্রমাণিত। কারণ, এখানে সকলে মেধা ও যোগ্যতাকে মূল্য দেয়, পরিবারতন্ত্রকে নয়।
নরসিহংহের কটাক্ষ, যাঁরা রাহুলের ‘পিডি’-কে গুরুত্ব দেয় না, তাঁদের পদ খোয়ানোর ভয় থাকে। তিনি যোগ করেন, একটা সময় রাজনৈতিক দিকপালরা নেতৃত্ব দিতেন। সেখান থেকে দলের অধঃপতন হয়েছে।