এক্সপ্লোর
সেনাবাহিনীর তূণীরে নয়া অস্ত্র পিনাকা মাল্টি রকেট লঞ্চার

নয়াদিল্লি: ভারতীয় সেনার তূণীরে নতুন অস্ত্র। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তৈরি করল একাধিক রকেট উত্ক্ষেপক পিনাকা। এর পাল্লা ৭০ কিলোমিটার।এই রকেট ক্রয়ের ব্যয় ৪০ কোটি টাকা। পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম দেশীয় অস্ত্র। ডিআরডিও এই অস্ত্র সম্ভারের নকশার পাশাপাশি তা তৈরিও করেছে। এল অ্যান্ড টি এবং টাটা পাওয়ার এসইডি-এর সঙ্গে যৌথ উদ্যোগে এর উত্পাদন হয়েছে। কার্গিল যুদ্ধের সময় এই সিস্টেমের সফল ব্যবহার হয়েছিল। গত মঙ্গলবার ডিআরডিও এই রকেটের নয়া সংস্করণের সফল পরীক্ষা করেছে। সীমান্ত না পেরিয়েও সার্জিক্যাল স্ট্রাইক চালানোর কাজে এই রকেট ব্যবহার করা সম্ভব হবে। পিনাকা রাশিয়া থেকে আমদানি করা স্মার্চ দূরপাল্লার রকেট সিস্টেমের প্রয়োজনীয়তা হ্রাস করবে। পাকিস্তান ও চিন সীমান্তে ওই ক্ষেপনাস্ত্র মোতায়েন হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















