এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'কোনও সৌধ নয়, আমাকে ভালবাসলে একটা গাছ লাগিও', শেষ ইচ্ছা দাভের
!['কোনও সৌধ নয়, আমাকে ভালবাসলে একটা গাছ লাগিও', শেষ ইচ্ছা দাভের Plant A Tree If You Love Me Anil Madhav Daves Will 'কোনও সৌধ নয়, আমাকে ভালবাসলে একটা গাছ লাগিও', শেষ ইচ্ছা দাভের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/19085528/anil-madhav-6-580x3951.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভোপাল: নদী সংরক্ষণে অপরিসীম-অদম্য আগ্রহের জন্য পরিচিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনিল মাধর দাভে। গতকাল দিল্লিতে হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে। ৬০ বছরের অকৃতদার মাধব নর্মদা নদী সংরক্ষণে একান্ত আগ্রহী ছিলেন। জীবনের একেবারে গোড়া থেকে মধ্যপ্রদেশ ও গুজরাতের লাইফলাইন হিসেবে পরিচিত এই নদী সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। এজন্য নর্মদা সমগ্র নামে একটি এনজিও গড়ে তুলেছিলেন তিনি।
নর্মদার প্রতি তাঁর আবেগ-ভালবাস যে কত গভীর তা তাঁর উইল থেকে স্পষ্ট। নিজের উইলে দাভে তাঁর শেষকৃত্য নর্মদা নদীর তীরে করার কথা বলে গিয়েছেন দাভে। প্রয়াত মন্ত্রীর ঘনিষ্ঠ তথা বিজেপি মুখপাত্র রণীশ আগরওয়াল এ কথা জানিয়েছেন।
উইলে দাভে আরও বলেছেন, আমার স্মৃতিতে কোনও সৌধ গড়ো না, যদি আমাকে ভালবাসো, শ্রদ্ধা কর, তাহলে একটা গাছ লাগিও।
দাভে হিন্দি ও ইংরেজিতে বিশ্ব উষ্ণায়ন সহ পরিবেশ সংক্রান্ত বিষয়ে আটটি বই লিখেছেন।
গতকালই বিকেলেই প্রয়াত মন্ত্রীর দেহ ভোপালে নিয়ে আসা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, দাভের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর শেষকৃত্য নর্মদা নদীর তীরে বান্দ্রাভানে সম্পন্ন হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ক্রিকেট
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)