এক্সপ্লোর
উরি হামলায় পাক যোগের যাবতীয় তথ্য-প্রমাণ আন্তর্জাতিক মহলকে দেবে ভারত

নয়াদিল্লি: উরির সেনা হামলার পর কী করবে ভারত? পাকিস্তানকে কোণঠাসা করতে কোন পথ নেবে? এ নিয়ে জল্পনার মধ্যেই নয়াদিল্লির সিদ্ধান্ত, উরির আঘাতের জবাবে সুচিন্তিত পদক্ষেপ করবে। বহুস্তরীয় কৌশলী রাস্তায় হাঁটবে। পাকিস্তানকে উন্মোচিত করতে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের তথ্যপ্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে পেশ করবে ভারত, যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব। তার মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক মহলকে চাপ দেবে। পাশাপাশি উরিতে হামলা চালিয়ে খতম হওয়া চার জঙ্গিই যে পাকিস্তানের ছাপ্পা মারা অস্ত্রশস্ত্র, সেখানকার এনার্জি ড্রিঙ্কস ব্যবহার করেছে, সেসব তথ্যপ্রমাণ ইসলামাবাদের হাতেই তুলে দেবে নয়াদিল্লি। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে ঢোকার জন্য তারা যে জিপিএস ট্র্যাকার ব্যবহার করেছে, সেটাও যে পাকিস্তানের, তার প্রমাণও পেশ করা হবে ইসলামাবাদকে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, অর্থমন্ত্রী অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ ও অন্যান্য শীর্ষ সেনাকর্তাদের নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে পাকিস্তানকে উরি হামলার জবাব দেওয়া হবে, তা নিয়ে প্রায় ২ ঘণ্টা আলোচনা হয়। সেখানে এ ব্যাপারে ঐকমত্য হয় যে, রাষ্ট্রসঙ্ঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সুচিন্তিত, বহুমুখী, কৌশলগত জবাব দেওয়াই উচিত যাতে পাকিস্তানের চেহারা তুলে ধরা যায়। তার অঙ্গ হিসাবে সামরিক অপারেশন সংক্রান্ত ডিরেক্টর জেনারেল শীঘ্রই পাক ডিজিএমও-র হাতে উরি হামলায় পাকিস্তানি যোগসাজশের যাবতীয় তথ্যপ্রমাণ তুলে দেবেন। এদিনের বৈঠকে ছিলেন না বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শীর্ষ সেনাকর্তারা উরির হামলার জেরে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রীকে। গতকালই কাশ্মীর গিয়েছিলেন সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী। তাঁরাও প্রধানমন্ত্রীকে সব জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















