শনিবার এসসিও সম্মেলনের ফাঁকে ফের বৈঠকে মোদী-শি জিনপিং
নয়াদিল্লি: আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাক্ষাত হতে চলেছে। বিদেশমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-তে যোগ দিতে চিনের কিংদাওতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাত হওয়ার কথা। গত এপ্রিল মাসে চিনের উহান শহরে একান্তে বৈঠক করেছিলেন দুই রাষ্ট্রনেতা। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে মত বিনিময় হয়েছিল। তারপর, ফের একবার মোদী-শি বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী ৯ ও ১০ জুন—১৮তম এসসিও সম্মেলনে যোগ দেবেন মোদী। সেখানে মূলত এসসিও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও প্রসার নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, ৯ তারিখ আগত রাষ্ট্রনেতাদের সম্মানে বিশেষ ভোজসভার আয়োজন করতে চলেছেন শি। সেখানে উপস্থিত থাকবেন মোদীও।