আর্থিক বৃদ্ধির হারকে দুই সংখ্যায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে: মোদী
নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারকে দুই-সংখ্যায় নিয়ে যাওয়াটাই এখন সরকারের কাছে চ্যালেঞ্জ। নীতি আয়োগের বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার, নীতি আয়োগ গভর্নিং কাউন্সিলের বৈঠকের সূচনা করতে গিয়ে মোদী জানান, ২০১৭-১৮ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.৭ শতাংশ। এখন সরকারের কাছে চ্যালেঞ্জ, এই সংখ্যাকে দুই-অঙ্কে নিয়ে যাওয়া।
নীতি আয়োগের বৈঠকে কৃষকদের আয় দ্বিগুণ করা, সম্ভাবনাময় জেলাগুলির উন্নয়ন, আয়ুষ্মান ভারত, মিশন ইন্দ্রধনুষ, পুষ্টি মিশন এবং মহাত্মা গাঁধীর সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানসূচি নিয়ে আলোচনা হয়। মোদীর মতে, ২০২০ সাল নাগাদ ‘নতুন ভারত’ গড়তে এই পদক্ষেপগুলির রূপায়ন জরুরি।
প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়নে ‘ঐতিহাসিক পরিবর্তন’ আনতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উপস্থিত মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে মোদী জানান, বন্যা-কবলিত অঞ্চলগুলিতে পরিস্থিতি মোকাবিলার জন্য সবধরনের কেন্দ্রীয় সাহায্য মিলবে।