এক্সপ্লোর
Advertisement
‘.. একজন মানুষ হিসেবে আমারও ভুলত্রুটি হতে পারে.’, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২০ বছর পূর্তিতে বললেন মোদি
গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। টানা ২০ বছর নির্বাচিত সরকারের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ অক্টোবর ২০০১ থেকে ৭ অক্টোবর ২০২০। নির্বাচিত সরকারের নেতা হিসেবে কুড়ি বছর পূর্তি উপলক্ষ্যে নেতারা মোদিকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তাঁর নেতৃত্বের প্রশংসাও করেছেন তাঁরা।
নয়াদিল্লি:গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। টানা ২০ বছর নির্বাচিত সরকারের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ অক্টোবর ২০০১ থেকে ৭ অক্টোবর ২০২০। নির্বাচিত সরকারের নেতা হিসেবে কুড়ি বছর পূর্তি উপলক্ষ্যে নেতারা মোদিকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর নেতৃত্বের প্রশংসাও করেছেন তাঁরা।
২০০১-এ ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। প্রায় ১৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪-তে প্রধানমন্ত্রী পদে আসীন হন। তখন থেকে দেশের সরকারের নেতৃত্বে রয়েছেন তিনি।
এই উপলক্ষ্যে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে রাত ১১ টা নাগাদ তিনি একটি ট্যুইট করেন।
মোদি লিখেছেন, 'ছোটবেলা থেকেই আমার মনে ধারণা গড়ে ওঠে যে, জনতা-জনার্দন ঈশ্বরের রূপ এবং গণতন্ত্র ঈশ্বরের মতোই শক্তিমান। এত দীর্ঘ সময় ধরে দেশবাসী আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনের জন্য আমি সম্পূর্ণ ঐকান্তিক ও আন্তরিক প্রয়াস করেছি'।
তিনি লিখেছেন, আজ যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশীর্বাদ ও ভালবাসা পাচ্ছেন, সেজন্য কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা তাঁর জানা নেই। দেশের সেবা, গরিবদের কল্যাণ ও ভারতকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ার যে সংকল্প সকলের রয়েছে, তা সবার আশীর্বাদ ও ভালবাসায় আরও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'কেউ এমন দাবি করতে পারে না যে আমার কোনও খামতি নেই। এত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে এত দীর্ঘ সময়..একজন মানুষ হিসেবে আমারও ভুলত্রুটি হতে পারে। আমার সৌভাগ্য যে এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের ভালবাসা উত্তরোত্তর বাড়ছে'।
প্রধানমন্ত্রী আরও বলেছে, 'আমি নিজেকে আপনাদের আশীর্বাদের যোগ্য, আপনাদের ভালবাসার যোগ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টারত থাকব। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, দেশহিত ও গরিবদের কল্যাণ-আমার কাছে অগ্রাধিকার এবং বরাবরই তা থাকবে'।कोई व्यक्ति कभी यह दावा नहीं कर सकता कि मुझमें कोई कमी नहीं है। इतने महत्वपूर्ण और जिम्मेदारी भरे पदों पर एक लंबा कालखंड… एक मनुष्य होने के नाते मुझसे भी गलतियां हो सकती हैं।
यह मेरा सौभाग्य है कि मेरी इन सीमाओं और मर्यादाओं के बावजूद आप सबका प्रेम उत्तरोत्तर बढ़ रहा है। — Narendra Modi (@narendramodi) October 7, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement