এক্সপ্লোর
Advertisement
খরাবিধ্বস্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর দিন কাটানো উচিত: শিবসেনা
নয়াদিল্লি: খরাবিধ্বস্ত বুন্দেলখণ্ড ও মারাঠাওয়াড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিন করে কাটানো উচিত বলে মন্তব্য করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, এটা হলেই সরকার মানুষের সমস্যা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
খিদে ও তেষ্টায় কাতর মানুষের কাছ থেকে কীভাবে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান আশা করা যায়, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয়।
শিবসেনার বক্তব্য, প্রধানমন্ত্রী দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় যান। তিনি খরাবিধ্বস্ত অঞ্চলে গেলে মানুষের দুর্দশা দেখে নিশ্চয়ই তাঁদের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। মোদীর কংগ্রেসমুক্ত ভারতের স্লোগানকে কটাক্ষ করে সঞ্জয় বলেছেন, আগে খরা ও দারিদ্র্যমুক্ত ভারত গড়তে হবে। তাহলে এমনিতেই দেশ কংগ্রেসমুক্ত হয়ে যাবে।
শিবসেনার মতে, পাকিস্তানই দেশের সবচেয়ে বড় শত্রু। কিন্তু তার চেয়েও বড় শত্রু দারিদ্র্য ও অনাহার। সঞ্জয়ের দাবি, পাকিস্তানের সঙ্গে যেমন আলোচনা করা যায় ঠিক তেমনই গরিব মানুষের সঙ্গেও আলোচনা করতে হবে। মনরেগা প্রকল্প ঠিকমতো রূপায়িত না হওয়া সত্ত্বেও চাষিদের বিকল্প আয়ের রাস্তা খোঁজা নিয়ে এক ব্যাঙ্ক আধিকারিকের মন্তব্যেরও সমালোচনা করেছে শিবসেনা।
৮৫০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ না দিয়ে বিজয় মাল্য দেশ ছেড়ে পালিয়ে গেলেও সামান্য কয়েক হাজার টাকা ঋণ না মেটানো চাষিদের উপর জুলুম করা হচ্ছে বলে অভিযোগ সঞ্জয়ের। তাঁর দাবি, ‘আচ্ছে দিন’-এর কথা বললে মানুষকে জল দেওয়ার দায়িত্বও পালন করতে হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement