আর্থিক তছরুপ মামলা: হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডি-র
নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় হিমাচল প্রদেশের প্রাক্তন মু্খ্যমন্ত্রী বীরভদ্র সিংহ ও তাঁর স্ত্রী প্রতীভা সিংহ সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বৃহস্পতিবার, দিল্লির বিশেষ আদালতের বিচারক সন্তোষ স্নেহি মনের এজলাসে এই চার্জশিট পেশ করে ইডি। ৮৩ বছরের বীরভদ্র ও ৬২ বছরের প্রতীভা ছাড়াও চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে—ইউনিভার্সাল অ্যাপল অ্যাসোসিয়েট কর্ণধার চুন্নিলাল চৌহ্বান, এলআইসি এজেন্ট আনন্দ চৌহান। নাম রয়েছে আরও ২ জনের।
সকলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন এবং তছরুপের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২০১৬ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় আনন্দ চৌহানকে। যদিও, গত ২ জানুয়ারি তাকে জামিন দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি ১২ তারিখ হবে।
এদিকে, এই একই মামলার তদন্তে পৃথক চার্জশিট দাখিল করেছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ও। সেখানেও বীরভদ্র ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলার শুনানি চলছে। তদন্তকারী সংস্থার দাবি, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ১০ কোটি টাকার বেশি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০১৬ সালের এপ্রিল মাসে মামলাটি হিমাচল প্রদেশ থেকে দিল্লি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর দিল্লি উচ্চ আদালত সিবিআইকে নির্দেশ দেয় বীরভদ্রকে গ্রেফতার না করে তদন্ত চালাতে।