পিএনবি প্রতারণা: তালিকায় রোলস রয়েস, মার্সেডিজ, পোর্শে, নীরব মোদীর ৯টি গাড়ি বাজেয়াপ্ত করল ইডি
নয়াদিল্লি: পিএনবি প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীর ন’টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে রয়েছে রোলস রয়েস, মার্সেডিজ, পোর্শে-র মতো ব্র্যান্ডের গাড়ি। যে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেই তালিকায় রয়েছে-- রোলস রয়েস ঘোস্ট। যার দাম প্রায় সাড়ে ৫ কোটি টাকা। মার্সেডিজ বেন্জ জিএল ক্লাস। দাম প্রায় এক কোটি টাকা। পোর্শে প্যানামেরা। দাম প্রায় ২ কোটি টাকা। তাছাড়া মিলেছে হন্ডার তিনটি মডেলের গাড়ি, একটি টয়োটা ফর্চুনার এবং একটি টয়োটা ইনোভা গাড়ি, যা দাম অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকা না মেটালে কী হবে! প্রতারণায় অভিযুক্ত নীরব মোদির সংস্থার বিলাসব্যসনে কোনও কমতি ছিল না। তা বোঝা যায় তাঁর কাছে থাকা গাড়ির তালিকা দেখলেই। বুধবার সেখানে অভিযান চালিয়ে অনেক ইডি অফিসারেরও তাক লেগে গিয়েছে! গাড়ি ছাড়া নীরব মোদী এবং তাঁর মামা মেহুল চোকসির সংস্থার প্রায় ৯৫ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ড এবং শেয়ারও ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে মেহুল চোকসির সংস্থার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের পরিমাণ প্রায় ৮৭ কোটি। বাকিটা অর্থাৎ ৮ কোটির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড নীরব মোদীর সংস্থার। ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের সোনা, হিরে ও গয়নাও বাজেয়াপ্ত করেছে ইডি। পিএনবিকাণ্ডের তদন্তে নেমে প্রায় ১৪৫ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে আয়কর দফতর।