পিএনবি প্রতারণা: সাসপেন্ড জিএম সহ আরও ৮ ব্যাঙ্ককর্মী, সংস্থার শেয়ার দর পড়েই চলেছে
নয়াদিল্লি: দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণা মামলায় এক জেনারেল ম্যানেজার পদমর্যাদার অফিসার সহ আরও ৮ আধিকারিককে সাসপেন্ড করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
১১,৪০০ কোটি টাকার প্রতারণার ঘটনা ফাঁস হতেই তদন্তে প্রাথমিকভাবে গত বুধবার ১০ জন কর্মীকে সাসপেন্ড করেছিল ব্যাঙ্ক। এদিন আরও ৮ কর্মীকে সাসপেন্ড করা হয়। তালিকায় রয়েছেন এক জেনারেল ম্যানেজার পদমর্যাদার অফিসারও।
সম্প্রতি, এই বিপুল পরিমাণের প্রতারণার ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি পিএনবি-র কয়েকজন কর্মীর যোগসাজসে জাল লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) জোগাড় করে অন্যান্য ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা করেন। গোটা ঘটনায় তদন্ত করছে সিবিআই ও ইডি।
এদিন পিএনবি কর্তৃপক্ষের আশ্বাস দিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে অন্য ব্যাঙ্কের বকেয়া তারা মিটিয়ে দেবে। গত তিনদিনে শেয়ার বাজারে সংস্থার শেয়ার দরে ধস নামায় ইতিমধ্যেই ব্যাঙ্কের ৮ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। তারা জানিয়েছে, অভ্যন্তরীণ সম্পত্তি থেকেই এই টাকা মেটানো সম্ভব হবে। ফলে, ব্যাঙ্কে মূলধন লগ্নি করার প্রয়োজন কারও নেই।
এদিকে, প্রতারণার খবর ফাঁস হতেই হু-হু করে পড়েছে পিএনবি-র শেয়ার দর। গত তিনদিনে স্টক মার্কেটে ইতিমধ্যেই ৮,৭৩১ কোটি টাকা লোকসান হয়েছে ব্যাঙ্কের। এদিন একটা সময়ে সংস্থার শেয়ার দর ৬ শতাংশ পড়ে ১২০ টাকায় নেমে আসে। পরে কিছুটা উঠে শেষ হয় ১২৫.৬৫ টাকায়।