এক্সপ্লোর
Advertisement
শীঘ্রই ভারতের অংশ হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, ঘোষণা যোগী আদিত্যনাথের
বালিয়া (উত্তরপ্রদেশ): পাকিস্তানকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। ভারতের সঙ্গে যুদ্ধে নামার দুঃসাহস দেখালে পাকিস্তানের অস্তিত্বই সঙ্কটে পড়বে, শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসবে বলে ইসলামাবাদকে সাবধান করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ।
রসরা এলাকায় এক অনুষ্ঠানে তিনি কাশ্মীর সমস্যার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, পন্ডিত জওহরলাল নেহরুর পরিবর্তে সর্দার পটেল দায়িত্ব পেলে এমনটা হতই না। এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট অভিমত, পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার সময় হয়েছে। এবার শীগগিরই ওরা ভারতের অংশ হবে। বালুচিস্তান ইস্যুতে ভারতের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে জানান আদিত্যনাথ।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করে বিতর্ক বাঁধানোয় তাঁর প্রতিক্রিয়া, এ ধরনের মন্তব্য ওঁর দলের মূল্যবোধেরই প্রতিফলন।
মুম্বই হামলার মস্তিষ্ক হাফিজ সঈদের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গেও পাকিস্তানকে কটাক্ষ করেন আদিত্যনাথ। গত রবিবার করাচিতে ‘ডিফেন্স কাউন্সিল অব পাকিস্তান’ সংগঠনের মঞ্চে হওয়া সমাবেশে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে জম্মু ও কাশ্মীরে বাহিনী পাঠানোর আহ্বান জানান হাফিজ। বলেন, কাশ্মীরীরা দেশভাগের আগে পাকিস্তানের সঙ্গে থাকতে চেয়েছিলেন। কিন্তু দেশবিভাজনের পর ভারত বলপূর্বক জম্মু ও কাশ্মীরে সেনা পাঠিয়ে দেয়। জবাবে কয়েদ-ঈ-আজম মহম্মদ আলি জিন্নাহ তাঁর কমান্ডার-ইন-চিফকে কাশ্মীরে সেনা পাঠাতে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ পালনে রাজি হননি কমান্ডার-ইন-চিফ। কয়েদ-ঈ-আজমের সেই নির্দেশ পালিত হয়নি আজও। আমি তাই জেনারেল রাহিল শরিফকে জম্মু ও কাশ্মীরে সেনা পাঠানোর নির্দেশ দিতে বলছি। সঈদের এই মন্তব্য আদিত্যনাথের কটাক্ষ, প্রতিবেশী দেশটি কিন্তু চারবার হেরে বিধ্বস্ত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
Advertisement