এক্সপ্লোর
প্রতিদিন ৪ কোটি নতুন প্লেয়ার, নয়া ইতিহাস পোকেমন গো-র

নয়াদিল্লি: বিশ্বজুড়ে এখন গেমের দুনিয়ায় একটাই ঝড়... পোকেমন গো। প্রতিদিন বহু মানুষ এর উন্মাদনায় বুঁদ। কিন্তু সংখ্যাটা কত জানেন? তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৪ কোটি মানুষকে আকর্ষণ করছে পোকেমন গো। সমীক্ষা বলছে, আমেরিকায় যত জন ফেসবুক ব্যবহার করেন, তার চেয়ে বেশি লোক পোকেমন গো খেলেন। ‘পোকেমন গো’ গেমটি প্রথমে রিলিজ করে অস্ট্রেলিয়া, আমেরিকা-সহ ৪টি দেশে।যদিও সংস্থার সার্ভার থেকে গেমটি ডাউনলোড করে ফেলে ১০০টিরও বেশি দেশের নাগরিক। বাস্তব ও ভার্চুয়াল জগতের এই যুগলবন্দিতেই এখন মাত গোটা বিশ্ব! ‘পোকেমন গো’ নামের মধ্যেই লুকিয়ে খেলার পদ্ধতি। অর্থাত, পোকেমন দেখলেই, আপনাকে ছুটে গিয়ে তা ধরতে হবে! খেলতে গেলে দরকার জিপিএস প্রযুক্তি আর মোবাইল ক্যামেরা। গেমের সঙ্গে এই অ্যাপ্লিকেশন দুটি অন করলেই মোবাইল কিম্বা ট্যাবের পর্দায় ভেসে উঠবে পোকেমনের বিভিন্ন চরিত্র। সেগুলিকে যত বেশি ধরবেন, ততই বাড়বে আপনার গেম-পয়েন্ট! এভাবেই পৌঁছে যাবেন পরের লেভেলে। তবে এর জন্য পাকা শিকারি হওয়া কিন্তু মাস্ট! একটু অসতর্ক হলেই পালিয়ে যেতে পারে পোকেমন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















