এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে ভুয়ো পরিচয়ে থাকার অভিযোগে গ্রেফতার তিন পাক নাগরিক
বেঙ্গালুরু: শহরে ভুয়ো পরিচয়ে বসবাসের অভিযোগে তিন পাক নাগরিককে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। এর আগে গত বুধবার পুলিশ কেরলের এক ব্যক্তিকেও গ্রেফতার করেছিল। পুলিশ কমিশনার প্রবীণ সুদ জানিয়েছেন, পাসপোর্ট (আইন) ষড়যন্ত্র, জাল নথি তৈরি এবং ভুয়ো পরিচয় প্রদানের জন্য ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধৃতদের শুধু রাজ্য পুলিশই নয়, কেন্দ্রীয় সংস্থাগুলিও জেরা করছে। ধৃতদের দেওয়া তথ্য যাচাই করতেই এই জেরা চলছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেরলের যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই মহম্মদ শিহাবা ওই তিনজনকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল বলে সন্দেহ। ধৃত তিন পাকিস্তানি সামীরা, কাশিফ সামসুদ্দিন এবং কিরাণ গুলাম আলির কাতারে শিহাবার সঙ্গে দেখা হয়েছিল। এরপর তারা নেপাল হয়ে ভারতে প্রবেশ করে। প্রথমে পটনা এবং পরে বেঙ্গালুরুতে আসে তারা। ভুয়ো পরিচয়ে তারা পাসপোর্ট, আধার কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করে।
ধৃত তিন পাক নাগরিকদের বিরুদ্ধে বিদেশী আইন, পাসপোর্ট আইন ও ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।
অভিযুক্তদের দাবি, তাদের মধ্যে একজন শিহাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরই তারা ভারতে চলে আসে।কারণ, পাকিস্তানে ওই মহিলার পরিবার শিহাবার সঙ্গে বিয়েতে আপত্তি করেছিল। এজন্য ওই মহিলা শিহাবার সঙ্গে ভারতে চলে আসেন। সঙ্গে আসেন আরও দুজন। ওই দুজনও প্রেমিক-প্রেমিকা। তাদের বিয়েতেও আপত্তি ছিল দুই পরিবারের। পুলিশ এই দাবির সত্যতা সম্পর্কেও তদন্ত করে দেখছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement