এক্সপ্লোর
Advertisement
নাগাল্যান্ডে আরও ঘোরালো পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর অপসারণ চেয়ে অসমের রিসর্টে গিয়ে উঠলেন বিধায়করা
কোহিমা: অঞ্চলভিত্তিক ভোটে মহিলা সংরক্ষণের বিরোধিতায় এখনও ফুটছে নাগাল্যান্ড। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে শাসকদলের বিধায়করাই মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াংয়ের অপসারণ দাবি করে বসেছেন।
নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের ৪০-এর বেশি বিধায়ক গিয়ে উঠেছেন পাশের রাজ্য অসমের কাজিরাঙ্গার জঙ্গলের একটি রিসর্টে। তাঁরা চান, জেলিয়াংকে সরিয়ে দেওয়া হোক, তাঁর বদলে মুখ্যমন্ত্রী করা হোক রাজ্যের একমাত্র লোকসভা সাংসদ নেইফিউ রিওকে।
৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভায় ক্ষমতাসীন জোটে নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা এনপিএফ বিধায়কসংখ্যা ৪৮। ৪জন বিজেপি বিধায়ক, বাকি ৮জন নির্দল। এনপিএফ বিধায়কদের সঙ্গে রিসর্টে উঠেছেন নির্দল বিধায়করাও। সাংসদ নেইফিউ রিও তাঁদের সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলবেন, যদিও দলবিরোধী কার্যকলাপের জেরে গত বছর তাঁকে এনপিএফ থেকে বহিষ্কার করা হয়।
এনপিএফ সুপ্রিমো শুরোজেলি লিজিয়েৎসু অবশ্য আশাপ্রকাশ করেছেন, ক্ষুব্ধ বিধায়করা সকলে দলের সিদ্ধান্তই মেনে চলবেন। বিধায়করা প্রথমে চেয়েছিলেন, লিজিয়েৎসুই জেলিয়াংয়ের জায়গায় মুখ্যমন্ত্রী হন। কিন্তু শুক্রবার রাত থেকে তাঁরা জেদ ধরেছেন রিওর জন্য। তাঁদের দাবি, রিওকে দলে ফিরিয়ে নেওয়া হোক।
জানুয়ারি থেকেই অশান্ত নাগাল্যান্ড। এনপিএফ নেতৃত্বাধীন সরকার ঠিক করে, রাজ্যজুড়ে ১২টি শহরের আঞ্চলিক ভোটে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এরপরেই রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ। নাগা উপজাতিদের দাবি, মহিলাদের জন্য সংরক্ষণ কোনওমতেই মেনে নেওয়া হবে না। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে।
নেইফিউ রিও ও মুখ্যমন্ত্রী জেইলাং শুক্রবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ঠিক হয়েছে, রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement