হোলিতে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অমিত শাহের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, সকলকে হোলির আন্তরিক শুভেচ্ছা।
নয়াদিল্লি: হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন ট্যুইটে রাষ্ট্রপতি লেখেন, পবিত্র হোলিতে সকল দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। রঙের উৎসব হোলি, বসন্তের আগমনের বার্তা বয়ে আনে হোলি। আমার শুভকামনা, এই উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
Wishing everyone a #HappyHoli! The festival of colours, Holi is a celebration of spring and fraternity in our society. May it bring peace, joy and prosperity to everyone’s life.
— President of India (@rashtrapatibhvn) March 10, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ট্যুইট-বার্তায় লেখেন, রঙ, উল্লাস ও আনন্দের উৎসব হোলিতে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। এই উৎসব সকল দেশবাসীর জীবনে খুশি বয়ে আনুক।
रंग, उमंग और आनंद के त्योहार होली की आप सभी को बहुत-बहुत बधाई। यह पर्व सभी देशवासियों के जीवन में खुशियों लेकर आए। pic.twitter.com/xfrfdNaduX
— Narendra Modi (@narendramodi) March 10, 2020
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, সকলকে হোলির আন্তরিক শুভেচ্ছা।
सभी को होली की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/GV2geJ25EV
— Amit Shah (@AmitShah) March 10, 2020
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী লেখেন, রঙের এই উৎসব আপনাদের সকলের জীবনে খুশির রং ভরে দিক। সকল দেশবাসীকে হোলির আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেককে হ্যাপি হোলি।
रंगों का यह उत्सव आप सब के जीवन को खुशियों के रंग से सराबोर कर दे, सभी देशवासियों को होली की हार्दिक शुभकामनाएं। Happy Holi to each & every one of you! #होली2020 pic.twitter.com/wNBIhfQ6cf
— Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2020