এক্সপ্লোর
Advertisement
অসম পর্যটন বিভাগের ক্যালেন্ডারের প্রিয়ঙ্কার চোপড়ার ছবি ঘিরে বিতর্ক, বিরোধিতা কংগ্রেসের
গুয়াহাটি: সিকিমকে অশান্ত ও উপদ্রুত রাজ্য বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বিতর্কের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত অবশ্য ক্ষমাও চেয়ে ছিলেন তিনি। এবার সেই প্রিয়ঙ্কাকে নিয়েই বিতর্ক উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে। এবার বিতর্ক বেঁধেছে তাঁর একটি ছবি ঘিরে। প্রিয়ঙ্কা অসম পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অসম পর্যটন বিভাগের একটি ক্যালেন্ডারে প্রিয়ঙ্কার ছবি নিয়ে আলোচনা হল রাজ্য বিধানসভাতেও। বিরোধী কংগ্রেস সদস্যদের অভিযোগ, প্রিয়ঙ্কার পোশাক 'খুবই খাটো'। এতে অসমের সংস্কৃতিরই বদনাম হয়েছে। কংগ্রেস ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রিয়ঙ্কাকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে।
বোকো বিধায়ক নন্দিতা দাস এবং অপর এক বিধায়ক রূপজ্যোতি কুর্মিও প্রিয়ঙ্কার ছবি নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। কুর্মি বলেছেন, অসমের সমাজের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত সরকারের। ফ্রক অসমের পোশাক নয় এবং ক্যালেন্ডারের ছবিটিও মার্জিত নয়। ছবিতে ঐতিহ্যবাহী মেখেলা সাদোর ব্যবহার করা যেত। এজন্যই তাঁরা ওই ক্যালেন্ডারের বিরোধিতাক করছেন বলে জানিয়েছেন কুর্মি।
তিনি আরও বলেছেন, অসমেও তো অনেক প্রতিভাশালী অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। তাঁদের মধ্যে থেকেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করা উচিত সরকারের।
অসম পর্যটন উন্নয়ন পর্ষদ (এটিডিসি) অবশ্য এতে কোনও গলতি হয়েছে বলে মনে করছে না। তাদের বক্তব্য, অসমকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরতেই ওই ক্যালেন্ডার। তা বহু প্রথমসারির আন্তর্জাতিক পর্যটন পরিচালক সংস্থা ও বিশিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এটিডিসি-র চেয়ারম্যান জয়ন্ত মাল্লা বরুয়া বলেছেন, প্রিয়ঙ্কা চোপড়া একজন আন্তর্জাতিক তারকা এবং ক্যালেন্ডারে তাঁকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে , তাতে অসমের সংস্কৃতি কোনওভাবেই ক্ষুন্ন হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement