এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে অশান্তিতে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তানি অর্থ, তদন্তে গোয়েন্দারা
নয়াদিল্লি: উপত্যকায় ১ মাসের ওপর ধরে চলতে থাকা অশান্তি ও হিংসার আগুনে ঘি ছড়াচ্ছে সীমান্তের ওপার থেকে আসা কোটি কোটি টাকা। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র গোয়েন্দারা তদন্তে নেমে এই খবর পেয়েছেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত ১০টির মত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন তাঁরা, শেষ কয়েক মাসে যেগুলিতে মোটা টাকা জমা পড়েছে। অ্যাকাউন্টগুলির মালিকদের রোজগারের সঙ্গে এই হঠাৎ জমা পড়া টাকার কোনও সামঞ্জস্য নেই। তাঁদের ধারণা, এ ধরনের অ্যাকাউন্ট সংখ্যা আরও বাড়তে পারে।
গোয়েন্দাদের ধারণা, উপত্যকায় অশান্তি বজায় রাখতে অন্তত ২৪ কোটি টাকা ঢেলেছে পাকিস্তান। জামাত ই ইসলামি ও দুখতেরান ই মিলাতের মত পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংস্থাগুলোর হাত ধরে ঢুকেছে বেশিরভাগ টাকা। প্রাথমিক তদন্তে পরিষ্কার, ওই টাকা সঙ্গে সঙ্গে বিলি হয়েছে উপত্যকার বহু নাগরিকের মধ্যে। কীভাবে ওই অর্থ উপত্যকায় আসে আর তা হাতে হাতে বিলি হয়, এনআইএ তা তদন্ত করে দেখছে।
তবে গোয়েন্দাদের সবথেকে বড় আশঙ্কা, উপত্যকায় অশান্তি এখন থামবে না, বরং পুরোদমে চলবে। নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালানোর জন্য কাশ্মীরী যুবকদের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যেই অভিযোগ করেছে, পাকিস্তানের সহায়তায় লস্কর ই তৈবা ও জামাত উদ দাওয়ার মত জঙ্গি গোষ্ঠীগুলি কাশ্মীরে হিংসা ছড়িয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। ধৃত লস্কর জঙ্গি বাহাদুর আলি স্বীকারও করে নিয়েছে, পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গিদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে সে, ভিড়ের মধ্যে মিশে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানোর জন্য কাশ্মীরে পাঠানো হয় তাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement