এক্সপ্লোর
পরীক্ষায় বেশি নম্বরের টোপ দিয়ে ১৭ বছরের ছাত্রীকে অশ্লীল প্রস্তাব, গ্রেফতার অধ্যাপক

মুম্বই: পরীক্ষায় বেশি নম্বর পেতে গেলে দিতে হবে চুম্বন। ১৭ বছরের এক ছাত্রীকে এমনই অভব্য প্রস্তাব এক অধ্যাপক দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পর ঘাটকোপার পুলিশ ৩৫ বছরের অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, জুনিয়র কলেজ কমার্সের প্রথম বর্ষের ওই ছাত্রী অধ্যাপকের ওই অশ্লীল প্রস্তাব পাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার আচরণে পরিবর্তনের বিষয়টি নজরে পড়ে পরিবারের। পরিবারের সদস্যরা তার মন খারাপের কারণ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে কিছুই জানাতে চায়নি ছাত্রীটি। পরে বাড়ির লোকের চাপাচাপিতে সব কথা খুলে বলে। এরপরই বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতেও প্রচার শুরু করা হয়। তাঁরা অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, সেজন্য থানার বাইরে লোকজনকে আসতে বলেন। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৮ মার্চ। গত শনিবার এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















