এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে জনসাধারণের সঞ্চিত অর্থ 'পুরোপুরি সুরক্ষিত', জানালেন পীযূষ গয়াল
নয়াদিল্লি: ২০০ কোটি মার্কিন ডলারের পিএনবি কেলেঙ্কারি সমেত সাম্প্রতিক বেশ কয়েকটি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বললেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে জনসাধারণের সঞ্চিত অর্থ 'পুরোপুরি সুরক্ষিত' । এই ব্যাঙ্কগুলির পিছনে ১০০ শতাংশ রয়েছে সরকার।
মঙ্গলবার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এও বলেন, সরকারি ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ককে আরও ক্ষমতা দেওয়ার প্রস্তাব সরকার খোলা মনেই বিচার করবে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে চালানোর পর্যাপ্ত ক্ষমতা নেই। গয়াল বলেন, রিজার্ভ ব্যাঙ্কের হাতে ক্ষমতা আছে, আরও প্রয়োজন হলে ভেবে দেখতে রাজি সরকার।
যদিও বেসরকারি ব্যাঙ্কগুলিতে রাখা জনগণের অর্থ কতটা নিরাপদ, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন বলে জানান গয়াল। এই ব্যাঙ্কগুলির প্রচুর আয়কর বকেয়া রয়েছে। গয়ালের মত, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি নয়, জালিয়াতি করেছে বেসরকারি কোম্পানিরা।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি প্রকৃত সত্ প্রতিষ্ঠানের ঋণের চাহিদা পূরণ করবে, ক্ষুদ্র শিল্পক্ষেত্রের দিকে নজর দেবে বলে জানান গয়াল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement