এক্সপ্লোর
অমৃতসরে ট্রেনে কাটা পড়ে মৃতদের সন্তানদের দত্তক নেবেন, ঘোষণা সিধুর, ২১টি পরিবারকে ক্ষতিপূরণ দিল পঞ্জাব সরকার
চন্ডীগড়: দশেরার সন্ধ্যায় অমৃতসরে ট্রেনে কাটা পড়ে মৃতদের পরিবারের ভার নেওয়ার কথা জানালেন নভজ্যোত সিংহ সিধু ও তাঁর স্ত্রী নভজ্যোত কউর সিধু। সেদিন জোড়া ফটকের কাছে রাবণ দহন দেখতে হাজির বিরাট জনতার ভিড় ট্রেন লাইনে উপচে পড়েছিল। আচমকা ছুটে আসা ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ৫৯ জন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যাওয়া সিধু পত্নীর ভূমিকা ঘিরে নানা প্রশ্ন উঠেছে।
সোমবার স্বজন হারানো ২১টি পরিবারকে ঘোষিত ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ করে টাকা দেওয়া হয় পঞ্জাব সরকারের তরফে। এটা ক্ষতিপূরণ বিলির প্রথম ধাপ।
বাকি পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে আগামী দু-একদিনের মধ্যেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ব্রহ্ম মহিন্দ্র জানান, মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সরকারি সফরে বিদেশে থাকলেও ফোনে সব খবরাখবর নিচ্ছেন। আহতরা যাতে হাসপাতালে যতটা সম্ভব, সবচেয়ে ভাল চিকিত্সা পান, তিনি নিজে সেটা সুনিশ্চিত করছেন। সেই অনুষ্ঠানেই পঞ্জাবের স্থানীয় প্রশাসন মন্ত্রী সিধু রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক সুরক্ষা প্রসঙ্গে বলেন, আমি ও আমার স্ত্রী আমাদের নিজেদের ক্ষমতায় দুর্ঘটনায় অভিভাবকদের হারানো সব বাচ্চাকে দত্তক নিতে ইচ্ছুক বলে জানালাম। ওদের ভাল স্কুলে পড়ানো ছাড়াও বাদবাকি সব খরচ আমরা বহন করব। যে মহিলাদের স্বামীরা ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন, তাঁদেরও সবরকম দরকারি আর্থিক সাহায্য দেব।
মহিন্দ্র বলেন, হতাহতদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির এমন চরম দুঃসময়ে পঞ্জাব সরকার দৃঢ়ভাবে তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ ও উদ্ধারকার্যের তদারকিতে আমি অমৃতসরে পড়ে রয়েছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement