এক্সপ্লোর
Advertisement
পঞ্জাব থেকেই কংগ্রেসের পুনরুত্থান, বাদলদের ঔদ্ধত্যের পরাজয়, জয়ের পর সিধু
চণ্ডীগড়: পঞ্জাবে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর এবার সারা দেশেই কংগ্রেসের পুনরুত্থান হবে। এমনই দাবি করলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু। তাঁর আরও দাবি, এবারের নির্বাচনে বাদল পরিবারের ঔদ্ধত্যের পরাজয় হয়েছে।
এই নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দেওয়া সিধু অমৃতসর পূর্ব থেকে ৪২,৮০৯ ভোটে জয় পেয়েছেন। জেতার পর তিনি বলেছেন, ‘কংগ্রেসের পুনরুত্থান শুরু হল। পঞ্জাব থেকেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস। এখান থেকে শক্তি সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে পড়বে দল। এই জয় পঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেতৃত্বকে নববর্ষের উপহার।’
বাদলদের তীব্র আক্রমণ করে সিধু বলেছেন, ‘অকালি দল ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ অশুভ শক্তির ঔদ্ধত্য ভেঙে দিয়েছেন। নৃশংসতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন ঔদ্ধত্যের পরাজয় হয়। চোরেরা পঞ্জাবে লুঠপাট চালিয়ে নিজেদের রাজকোষ ভর্তি করেছে।’
কংগ্রেসে যোগ দেওয়ার আগে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখা করেছিলেন সিধু। তিনি আপ-এ যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত কংগ্রেসেই যোগ দিয়েছেন সিধু। তিনি আজ কেজরীবালকেও তোপ দেগেছেন। সিধু বলেছেন, ‘কেজরীবালের উদ্দেশ্য ঠিক ছিল না। তিনি নিজের জন্যই সবকিছু চাইছিলেন। সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির পক্ষ থেকে ভুল প্রচার করা হচ্ছিল। কিন্তু সত্যের কখনও পরাজয় হয় না। কংগ্রেস সবসময় পঞ্জাবের মানুষের অধিকারের জন্য লড়াই করবে।’
বাদলদের বিরুদ্ধে তোপ দাগলেও, সরকার গঠনের পর কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটবে না বলেই দাবি করেছেন সিধু। তিনি বলেছেন, কংগ্রেসের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা আছে। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। পঞ্জাবের হৃতগৌরব ফিরিয়ে আনা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement