ইরাকে ৩৯ ভারতীয় বন্দির মৃত্যুতে শোকপ্রকাশ রাহুলের
নয়াদিল্লি: ইরাকের মোসুলে আইএস-এর হাতে বন্দি থাকা ৩৯ ভারতীয়র মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
এদিন টুইটারে রাহুল লেখেন, ২০১৪ সাল থেকে বন্দি থাকা ৩৯ ভারতীয়র মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত। সেই সব পরিবার, যারা আশা বুক বাঁধছিলেন যে তাদের নিকটজনেরা অক্ষত অবস্থায় ফিরবেন, তাদের জন্য আমার গভীর সমবেদনা।
https://twitter.com/RahulGandhi/status/976015732789170176রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জানান, এটা শুধুমাত্র নিহতদের পরিবার নয়, সমগ্র দেশের কাছে বিপর্যয়। তিনি যোগ করেন, গত বছরই বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল, সকলেই বেঁচে আছেন। কিন্তু, এখন বলা হচ্ছে, সকলেই মারা গিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে মোসুল দখল করার সময় ৪০ জন ভারতীয় কর্মীকে অপহরণ করে ইসলামিক স্টেট (আইএস)। ওই কর্মীরা মূলত পঞ্জাবের বাসিন্দা ছিলেন।
এদিন রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, একজন নিজেকে বাংলাদেশি মুসলিম হিসেবে দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ৩৯ জনের দেহ উদ্ধার হয়েছে।
তিনি জানান, কখন ওই ভারতীয় কর্মীদের মারা হয়েছে, তা জানা যায়নি। মোসুলের উত্তর-পশ্চিমে বাদোশ গ্রাম থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। পরে, ডিএনএ পরীক্ষা করে ওই কর্মীদের পরিচয় নিশ্চিত করা হয়।
সুষমা জানান, বাদোশের কবর থেকে নিহতদের দেহ বিশেষ বিমানে করে ভারতে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তিনি যোগ করেন, আমি বলেছিলাম, প্রমাণ ছাড়া কাউকে মৃত ঘোষণা করা হবে না। এখন প্রমাণ এসেছে বলেই জানানো হয়েছে।