এক্সপ্লোর
Advertisement
মহাত্মা গাঁধীর উদ্ধৃতি ট্যুইট করে মহারাষ্ট্রে বাঘিনী অবনী হত্যার প্রতিবাদ রাহুলের
নয়াদিল্লি: মহারাষ্ট্রে বাঘিনী অবনীকে গুলি করে মেরে ফেলার বিরুদ্ধে ট্যুইট করে প্রতিবাদ জানালেন রাহুল গাঁধীও। তিনি মহাত্মা গাঁধীকে উদ্ধৃত করলেন গত সপ্তাহের বাঘিনী হত্যার নিন্দায়। রাহুল মহারাষ্ট্র সরকারের বাঘিনী হত্যার সিদ্ধান্তের বিরোধিতা করে লিখলেন, যে কোনও দেশ কতটা মহান, তা বোঝার মাপকাঠি হল সেখানে জন্তুজানোয়ারদের প্রতি কেমন আচরণ করা হয়। গত শুক্রবার রাতে মহারাষ্ট্রের ইয়াভতমলে গুলিতে প্রাণ হারায় মানুষখেকো অবনী। ১৩ জনকে নাকি শিকার করেছিল সে।
অবনীর মৃত্যুতে হাফ ছেড়ে সেখানকার বাসিন্দারা আনন্দ, উল্লাস প্রকাশ করে মিষ্টি বিলি করে বলেও শোনা গিয়েছে।
The greatness of a nation can be judged by the way its animals are treated.
Mahatma Gandhi#Avni
— Rahul Gandhi (@RahulGandhi) November 5, 2018
শুধু রাহুলই নন, কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধীও মহারাষ্ট্রের বিজেপি সরকারকে অবনীর নৃশংস হত্যার জন্য দায়ী করে বলেছেন, সন্ত্রাসবাদীদের চোরাপথে অস্ত্র সরবরাহ করায় জেল হওয়া এক বন্দুকবাজকে ওই বাঘিনীকে মেরে ফেলতে লাগানো হয়েছিল। মানেকা জানিয়েছেন, তিনি এর নিন্দায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকে চিঠি লিখে কঠোর ব্যবস্থার দাবি করবেন ও আইনি, ফৌজদারি, রাজনৈতিক স্তরেও বিষয়টি তুলবেন। পাশাপাশি বাঘিনীটিকে না মেরে ফেলে কেন জীবন্ত ধরা হয়নি, জানতে চেয়ে অনলাইন পিটিশনও পেশ হয়েছে।
২০১৬-র অক্টোবরেও উত্তর ভারতে এক মানুষখেকো বাঘকে গুলি করে মারে বনরক্ষীরা।
প্রসঙ্গত, ২০১৪-র বাঘ সুমারি অনুসারে বিশ্বের সামগ্রিক ব্যাঘ্রকূলের অর্ধেকেরও বেশির বাস ভারতে তাদের জন্য সংরক্ষিত নানা জায়গায়। প্রতি বছরই তাদের বেশ কিছুকে চোরাশিকারীদের লোভের বলি হতে হয়। তার পাশাপাশি বাঘে, মানুষে সংঘাতও চলে। বন্যপ্রাণী সুরক্ষাকর্মীদের মত, মানুষ বাঘের এলাকায় ঢুকছে বলেই এই লড়াই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement